বাসায় তো চলে আসলাম, কিন্তু এখন কি করা যায়। আমার কাছে অবশ্য সবকিছু প্ল্যান করা আছে। আমি অনেক আগে থেকেই সবকিছু ভেবে রেখেছিলাম। পড়াশোনা শেষ করে সবগুলো এক এক করে শুরু করার কথা ছিল। But কি আর করার এখন তো তাড়াতাড়িই শুরু করতে হবে। আমার আগের জমানো কিছু টাকা দিয়ে একটা course কেনা ছিল, সেখানে Website building এর কোর্স টা চলছে। সবার আগে আমি একটি ওয়েবসাইট বানাবো। আমার main focus হলো বিজনেস করা। But যেহেতু বিজনেস করতে টাকা আর fan followings দুইটাই লাগবে, এই দুইটাই আমি পাব ওয়েবসাইট এবং youtube থেকে। So, আমার সবার আগে target হলো ওয়েবসাইট আর ইউটিউব টাকে দাঁড় করানো। কিন্তু যেহেতু আমি বাসায় চলে এসেছি and কেউই আমার পক্ষে না তাই সবাইকে বোঝানোর জন্য খুব দ্রুত আমার একটা success দরকার। তাই এদিকসেদিক না ভেবে আমি ওয়েব বিল্ডিং এর দিকে মনযোগ দিলাম। But wait, আমার তো dual currency card ই নাই। ওয়েবসাইটের জন্য তো ডোমেইন কিনতে card লাগবেই. কি করা যায়? কি করা যায়? আসে পাশে সবজায়গায় খুজলাম কোথাও পাওয়া যাচ্ছে না। একদিন দুইদিন তিনদিন পার হয়ে গেল এরপরে আসা প্রায় ছেড়েই দেওয়ার মতো তবুও খোঁজ চালিয়ে যেতে থাকলাম।
কিছুদিন পরে আমার বাসায় আমার ছোটদুলাভাই আসলেন। তিনি একজন ডাক্তার, ঢাকা মেডিকেল থেকে পাশ করা plus একজন বিসিএস ক্যাডার। সে প্রথম থেকেই আমার সাপোর্টে ছিল। আমি যখন তাকে এই সমস্যার কথা বললাম, সে সাথে সাথে বলল-আমাকে আগে বললেই তো হতো।then সেই কাজটা করে দিল এন্ড আমার টাকাটাও বেঁচে গেল। ডোমেইন কেনার জন্য যে সাড়ে ৫ হাজার টাকা জমিয়ে রেখে ছিলাম, সেটা কাছে রেখে দিলাম পরবর্তীতে কোন কাজে লাগানোর জন্য। এখন ওয়েব বিল্ডিং এর কাজে হাত দিতে হবে। এই জায়গায় এসে আরো একটা সমুদ্রের মধ্যে পড়ে গেলাম। আমার যেহেতু এ বিষয়ে কোনোই জ্ঞান নেই, টুকিটাকি কিছুই জানিনা, বন্ধুদের সাহায্য নিয়ে এই কাজটি করতে থাকলাম। কিন্তু যা বুঝলাম এটা একদিন দুই দিনের কাজ নয়। আমার plan drop করতে হলো। যে, সময় নিয়েই করি ভালো করে করি। দ্রুত success এর চিন্তা বাদ। as well as youtube এও দ্রুত success possible না।(আরে মিয়া পড়াশোনা করে টাকা ইনকাম করতে ২৫ বছরের বেশি সময় লাগে, তো এখানে এত সহজে কিভাবে হবে?)
এর মাঝে আরও অনেক ঝামেলা+ family pressure। তাও, আমি কোনমতে কাজটা চালিয়ে যেতে থাকলাম। কিছুদূর আগানোর পরে এক বন্ধুর হাতে কাজটা handover করে আমি ইউটিউব এর দিকে মনযোগ দিলাম।
এই topic টার ওপর মানে web bulding এর topic টার উপরে আরো detailed অনেক কিছু বলার ছিল কিন্তু যেহেতু আমি অনেকদিন পরে এইটা ব্লগ হিসেবে লিখছি, ঘটনাগুলো অনেকদিন আগের তাই অতটা ডিটেইল ভাবে বলা possible হল না।
আর এরপর প্রতিটি ইউটিউব ভিডিওর উপর একটি করে আলাদা blog দেওয়ার চেষ্টা করবো। কারণ আমি ভিডিও বানানোর শুরুতে ভেবেছিলাম অনেক loyal হয়ে ভিডিওগুলো করবো। কিন্তু পরে বুঝতে পারলাম, ভিডিও জগতে আসলে অতটা loyalty maintain করা যায় না. কেননা এটা entertainment purpose এ বানানো হয় so অনেক রকম ভাবে ভিডিওগুলো এডিট করার প্রয়োজন হয়। আগের ক্লিপ পরে, পরের ক্লিপ আগে, colour grading etc. plus অনেক হাবিজাবি অনেক কিছু। আবার অনেকগুলো ঘটনা সত্য ভাবে উপস্থিত হয় না। তাই এখানে ভিডিও গুলো নিয়ে আলাদাভাবে ব্লক পোস্ট করবো। আর যেহেতু ওই ব্লগগুলো এবার থেকে লাইভ টাইমেই আপলোড করার ট্রাই করবো তাই ওইগুলা অনেকটা ডিটেইলড হবে, এর থেকে ভালোভাবে বলা possible হবে। so, yeah আজকের জন্য এতটুকুই।
bye bye……